Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-15T18:21:46Z
গোলাপগঞ্জ

বুধবারীবাজার ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দাবী

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার স্থগিত বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্রুত দেওয়ার দাবীতে সর্বস্তরের মানুষ এক বিশাল প্রতিবাদ সমাবেশ করে। বুধবার বিকাল ৪টায় ইউনিয়ন কমিউনিটি হলে যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী শামস উদ্দিনের সভাপতিত্বে ও রেজাউল কবিরের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত সময়ে নির্বাচনের দাবী জানান। বৃহত্তর কর্মসূচীর হুমকী দিয়ে বলেন আগামী ১৮ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সঠিক কোন নির্দেশনা না দিলে সকল দায় ভার প্রশাসনকে নিতে হবে। 

স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের আশ্বাসের প্রেক্ষিতে সংযম পালন করলেও নির্দিষ্ট সময় সীমা অতিক্রম করা যাবেনা উল্লেখ করে বলেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের অন্যান্য এলাকার প্রার্থীদের ন্যায় বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করার জন্য প্রার্থীরা যখন সম্পূর্ণ প্রস্তুতি নিতে যাচ্ছে এমন সময় নির্বাচন স্থগিত করা একটি তামাশা ছাড়া আর কিছু নয়। 

কথিত সীমানা নিয়ে উত্তেজনা ও সহিংসতার দোহাই দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা এলাকার উন্নয়ন বিরোধী। তারা জনগণের মঙ্গল চায়না। এধরণের কাজে জড়িতদের প্রতি তীব্র নিন্দা সভায় জানানো হয়। 

প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন ইউনিয়নে উত্তেজনা বা সহিংসতার কোন আলামত নেই। যারা উত্তেজনা বা সহিংসতার অজুহাত দেখিয়ে আবেদন করেছে তারা কেউ নির্বাচনে প্রার্থীও নয়। যথা সময়ে নির্বাচন দাবী করে বক্তারা বলেন অন্যতায় সকল দ্বায়ভার প্রশাসনকে বহন করতে হবে। 

যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী শামস উদ্দিনের সভাপতিত্বে ও রেজাউল কবিরের পরিচালনায় বক্তব্য দেন স্থগিত নির্বাচন কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক শাহি আহমদ, সাবেক সদস্য জামাল উদ্দিন, নাজিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী এনাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মাইজ উদ্দিন, আব্দুল মুকিত, মাসুক আহমদ, চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ নূর উদ্দিন, আব্দুল মতলিব, মোঃ হেলাল উদ্দিন, আব্দুর রকিব ফরন (নৌকা প্রতিক), মাওলানা খলিলুর রহমান (খেজুর গাছ), কামাল আহমদ, হালিমুর রশিদ রাপ্পু, ইকবাল আহমদ, সাবেক ইউপি সদস্য সফিক উদ্দি প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ