বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, র্যালী, মানববন্ধন ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনাম আহমদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, উপজোলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন, জেলা মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, নুরুল ইসলাম।
অনুষ্ঠানে ৪জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।