Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-21T18:42:39Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের আমুড়া ইউপিতে লড়াইয়ে এগিয়ে অটোরিক্সা-আনারস

বিজ্ঞাপন

ফাহিম আহমদ : রাত-দিন এখন সমান। আগামী ৫ দিনে প্রার্থীরা মোট কত ঘন্টা ঘুমাতে পারেন তার কোন হিসেব নেই। নির্বাচনের শেষ দিকে এসে পুরো দমে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রার্থীদের মত প্রচারণা চালিয়ে যাচ্ছেন পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬জন চেয়ারম্যান পদপ্রার্থী। 

পশ্চিম আমুড়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান রুহেল আহমদ অটোরিক্সা, নুরুল ইসলাম মুন্না আনারস, সৈয়দ হাছিন আহমদ মিন্টু নৌকা, ইসরাব আলী ঘোড়া, রাসেল আহমদ মোটরসাইকেল ও ইমরানুল ইসলাম তানু চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করছেন। 


সরেজমিন আমুড়া ইউনিয়নের অনেক ভোটার ও কয়েকজন ইউপি সদস্যের সাথে কথা বলে জানা যায়, 'এবার নির্বাচনে অনেকটা এগিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান, অটোরিক্সা প্রতীকের প্রার্থী রুহেল আহমদ ও নতুন মুখ হিসেবে এগিয়ে রয়েছেন আনারস প্রতীকের নুরুল ইসলাম মুন্না। 

কেন এগিয়ে রয়েছেন জানতে চাইলে তারা বলেন, 'বর্তমান চেয়ারম্যান রুহেল আহমদ ইউনিয়নের অনেক উন্নয়ন করেছেন। যিনি পুনরায় নির্বাচিত হলে আরও উন্নয়ন হবে। সেই সাথে নুরুল ইসলাম মুন্নার এলাকায় অনেক জনপ্রিয়তা রয়েছে। শিলঘাটের বেশির ভাগ মানুষ জানান এবার তারা এই গ্রামে চেয়ারম্যান নির্বাচিত করবেন। 

বর্তমান চেয়ারম্যান রুহেল আহমদ আশাবাদী এবারের নির্বাচনে তার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় ইউনিয়নের জনগণ তাকে বিজয়ী করবেন। 

নুরুল ইসলাম মুন্না বলেন, 'একজন তরুণ সমাজসেবক হিসেবে তিনি এবার বিজয়ী হবেন। বিশেষ করে তার এলাকা থেকে তিনি যেভাবে সমর্থন পাচ্ছেন যেটা কখনো ভুলার নয়।'

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ