বিজ্ঞাপন
ফাহিম আহমদ : গত ২৬ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ছিলেন চাচাতো ভাই আব্দুর রহমান খান সুজা। বিষয়টি ইউনিয়ন পেরিয়ে পুরো উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলো। ভোটাররা নির্বাচনের আগেই অনুমান করেছেন নৌকার প্রার্থীর জয়ের ব্যাপারে কোন ভাটা পড়বে না ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হওয়ায়। নির্বাচনে তাই হয়েছে।
গত রোববার (২৬ ডিসেম্বর) ফুলবাড়ি ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ফুলবাড়ি শিশু বিদ্যালয় ভোট কেন্দ্রে ০০ ভোট পেয়েছেন নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী বড় ভাই আব্দুর রহমান খান সুজা। তার ছোট ভাই চেয়ারম্যান পদে বিজয়ী আব্দুল হানিফ খান একই কেন্দ্রে পেয়েছেন ১২০ ভোট।
আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা আব্দুর রহমান খান সুজা ৯টি কেন্দ্রে ভোট পেয়েছেন মাত্র ২২৮টি।