বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর আম্বরখানায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ৯৯৯-এ পাওয়া কলের ভিত্তিতে আম্বরখানা পয়েন্টের ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই বিদেশি নাগরিকের নাম শান বাহাদুর (৪৫) ও তার ছেলে জয় কুমার (১৪)। তারা ভারত থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট এসেছেন।
শাহজালাল মাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান, শান বাহাদুর ও তার ছেলে জয় কুমার সুনামগঞ্জ থেকে আম্বরখানা পয়েন্টে নেমে কেনাকাটা করছিলেন। তাদের দেখে স্থানীয় জনতা ৯৯৯-এ কল দিলে শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গিয়ে শান বাহাদুর ও জয় কুমারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
এসআই আব্দুর রহিম জানান, তাদের দুজনের ভাষা হিন্দি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন জানিয়েছেন- তারা ভারত থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট এসেছেন। তাদের গন্তব্য নেপাল। যেহেতু তাদের এয়ারপোর্ট থানা এলাকা থেকে আটক করা হয়েছে। এরজন্য তাদেরকে এয়ারপোর্ট থানায় হাস্তান্তর করা হবে।