বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীতে অভিযান চালিয়ে র্যাব তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায় এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. জুনায়েদ ইসলাম (২১), মো. শাকিল মিয়া (১৯) ও মো. ফয়েজ আহম্মেদ (২০)।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এ সময় তাদের নিকট হতে ৩টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পরে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।