Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-11-11T05:39:52Z
লিড নিউজসিলেট

সিলেট বিভাগে ৪৪টি ইউনিয়নে ভোটযুদ্ধ শুরু, নারী ভোটারদের সরব উপস্থিতি

বিজ্ঞাপন

জাহিদ উদ্দিন: সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়ন পরিষদে ভোটযুদ্ধ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে অংশগ্রহণ না করলেও অনেকেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে রয়েছেন।

এদিকে ধানের শীষ প্রতিকবিহীন নির্বাচন হলেও সংঘাত সহিংসতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট জেলার ১০১ কেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে মনে করছে পুলিশ প্রশাসন। বিভাগের অন্য জেলাগুলোতেও সহিংসতার আশঙ্কা বিরাজ করছে। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে সহিংসতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী খুবই সতর্ক রয়েছে।

দ্বিতীয় ধাপে সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সদর উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে- সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও, বালাগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে রয়েছে পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর, কোম্পানীগঞ্জের ৫টি ইউনিয়নের মধ্যে আছে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই।

সুনামগঞ্জের ছাতকে যে ১০টি ইউপিতে নির্বাচন শুরু হয়েছে সেগুলো হলো- ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও জাউয়াবাজার ইউনিয়ন।

দোয়ারাবাজারের ৯টির মধ্যে দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৫টি ইউনিয়নের আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা ভোটযুদ্ধ শুরু হয়েছে।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের যে কয়টি ইউনিয়নে নির্বাচন শুরু হয়েছে এসব ইউনিয়নের প্রায় সবকটি কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি বলে জানা গেছে।

সরেজমিন, বালাগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। প্রতিটি কেন্দ্রেই নারীদের দীর্ঘ লাইন রয়েছে।

দেওয়ানবাজার ইউনিয়নে ২নং ওয়ার্ডের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা যায়, ভোটারদের সরব উপস্থিতি। এ কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল থেকে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে কেন্দ্রটিতে।

এসময় বেশ কয়েকজন ভোটারদের সাথে কথা হলে তারা জানান, তারা প্রতীক নয় যোগ্য ব্যক্তির পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বলেন, সিলেট জেলার ১০১টি ভোট কেন্দ্র রয়েছে। সবকটি কেন্দ্রই আমাদের কাছে ‘গুরুত্বপূর্ণ’। আমরা সে হিসেবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আনসার সদস্য ছাড়াও ৫জন করে পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়াও প্রতি তিন কেন্দ্রে একটি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ