বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ধাপে সিলেটের গোলাপগঞ্জের ১১ টি ইউপির চেয়ারম্যান-সদস্য-মহিলা সদস্য পদে ৬২১ জনের মনোনয়ন দাখিল শেষ হয়েছে। এ দিকে গোলাপগঞ্জ সদর ও লক্ষণাবন্দে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম থাকলেও সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাঘা ও বুধবারী বাজার ইউনিয়ন পরিষদে।
গত ২৩ নভেম্বর থেকে আজ ২৫ নভেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গন জুড়ে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সদস্য পদে ৪৫৯ জন ও মহিলা সদস্য পদে ৯৬ জন প্রার্থী নিজেদের মনোনয়ন পত্র দাখিল করেন।
ইউপি নির্বাচনে ১নং বাঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দান করেন ১১ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছেন ৪ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৩নং ফুলবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন।
৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৪নং লক্ষীপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন।
৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৫নং বুধবারীবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪১জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৮নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫ জন।
৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
১১নং ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৬ জন। ৯টি ওয়ার্ডে সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, গোলাপগঞ্জে আগামী ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে গণমাধ্যম জানাচ্ছে তিনদিন পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই বিষয়টি এখনো ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন।