বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : বিয়ানীবাজার পৌর বিএনপি’র কাউন্সিলে জাল ভোটের অভিযোগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কাউন্সিল পন্ড হয়েছে। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও সিলেট জেলা বিএনপি’র দায়িত্বশীলরা সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন।
সকালে পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কামরুল হুদা জায়গিরদার। উদ্বোধন শেষে প্রথম অধিবেশনে পৌর বিএনপি’র আহবায়ক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন।
কাউন্সিলর মিছবা উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, কাইয়ুম চৌধুরী, সামিয়া চৌধুরী, আব্দুল মান্নান, ফয়ছল আহমদ চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পৌর বিএনপি’র সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন মিজানুর রহমান রুমেল। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ও গিয়াস উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজমুল হোসেন ও এমদাদুল হক ইমনসহ বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কিন্তু দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হলে জাল ভোটের অভিযোগ তুলে দু পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় উভয়পক্ষ চেয়ার ছুড়াছুড়ি করেন বলেও জানা যায়। এসময় পরিস্থিতি বিশৃঙ্খলা এড়াতে সিলেট জেলা বিএনপি’র দায়িত্বশীলরা পৌর বিএনপি’র সম্মেলন স্থগিত ঘোষণা করেন সম্মেলন স্থল ত্যাগ করেন।
এ বিষয়ে কাউন্সিলের প্রদান নির্বাচন কমিশনার সাবেক পৌর বিএনপির সভাপতি আবুল নাসের পিন্টু এ প্রতিবেদকে বলেন, সকালে সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়। সবাই শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছিলো। তবে জাল ভোটের অভিযোগ তুলে হঠাৎ দু পক্ষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভোট স্থগিত করে দেয়া হয়। এক মাসের মধ্যে পূনরায় কাউন্সিলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।