বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। করোনার ধাক্কা কাটিয়ে আগামীকাল রোববার থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। তা শেষ হবে আগামী ২৩ নভেম্বর।
গোলাপগঞ্জে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এবার দেড় ঘন্টার সময়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার মোট ৫ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২ হাজার ১৬২ জন ছাত্র ও ২ হাজার ৯৪০ জন ছাত্রী। করোনা সংক্রমণ প্রতিরোধে পরীক্ষার হলে প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানো হবে বলে জানা যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ পাল জানান- পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারি করা হবে। প্রতিটি শিক্ষার্থীকে মাস্ক পরিধান করে কেন্দ্রে প্রবেশ করতে হবে।