বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন চারাদিঘীর পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত নামা নবজাতক শিশুর লাশ।
আজ সোমবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে এসএমপির কোতোয়ালি থানার একদল পুলিশ চারাদিঘীর পাড়স্থ মাজার সংলগ্ন ড্রেনের কাছে থেকে নবজাতকের গলিত লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এএসআই নূরুল ইসলাম বলেন, ড্রেনের কাছে নবজাতকের গলিত লাশটি কারা কখন ফেলে গেছে সেই তথ্য জানাতে পারেননি স্থানীয়রা। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
তথ্য সূত্রে : দৈনিক ইনকিলাব