বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : ভোট শুরুর আগেই শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নৌকার সমর্থক জাহাঙ্গীর তার লোকজন নিয়ে প্রতিদ্বন্দ্বী মোশারফ দেওয়ান ও তার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ঘটনাটি টের পেয়ে মোশারফের লোকজন বাধা দিলে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়। এরপর ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
মোশারফ বলেন, জাহাঙ্গীর ও তার সমর্থকরা সকালে আমার ও সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করে। এ সময় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
অন্যদিকে জাহাঙ্গীরের অভিযোগ, আমার প্রতিদ্বন্দ্বী নিজেরাই ঘরবাড়ি ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমাদের লোকজনের ওপর হামলা করে ১০ জনকে আহত করেছে।
এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে। কি কারণে ঘটনাটি ঘটেছে বা কারা ঘটিয়েছে তদন্ত চলছে।