বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : ৫ দফা দাবিতে সোমবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে সিলেট বিভাগজুড়ে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে চলছে এ ‘ধর্মঘট’। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিলেটবাসী।
তবে মানুষের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। সোমবার সন্ধ্যা ৭টায় ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজীব আলী।
তিনি বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় বিভাগীয় কমিশনার স্যার তাঁর কার্যালয়ে আমাদের নিয়ে মিটিংয়ে বসেবেন। যদি সত্যিকার অর্থে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, তবে হয়তো আমরা আন্দোলনের পথ থেকে সরে আসবো। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আমরা ফেডারেশনের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবো- আমাদের পরবর্তী করণীয় কী।