বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ০৫ টি ইউনিয়নে অনেকটা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সবকয়টি ইউপি নির্বাচনের চূড়ান্ত ফল পাওয়া গেছে। রাতে এই ফলাফল জানান রিটার্নিং কর্মকর্তার জিবুন্নাহার বেগম, মোঃ জহিরুল হক ও মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান।
দুটিতে নৌকা, একটিতে বিদ্রোহী ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
নির্বাচনে জয়ী হয়েছেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর আলম, ৩নং তেলিখাল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া, ৪নং ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু, ৫নং উত্তর রণিখাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফয়জুর রহমান মাস্টার, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইকবাল হোসেন ইমাদ।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মোঃ ইলিয়াছুর রহমান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৭৯ ভোট।
৩নং তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৬ হাজার ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নুর মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৯৬ ভোট।
৪নং ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতীকে ৩ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান সাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এখলাসুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১৫ ভোট।
৫নং উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফয়জুর রহমান মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ গিয়াসউদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৬৭ ভোট।
অন্যদিকে ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ইকবাল হোসেন ইমাদ নৌকা প্রতীকে ৩ হাজার ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামস উদ্দিন শাহীন টেলিফোন প্রতীকে পান ২ হাজার ৫৯৫ ভোট।