Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-11-13T17:14:46Z
লিড নিউজসিলেট

সিলেটে মিছিল-সমাবেশ নিষিদ্ধ !

বিজ্ঞাপন


ডেস্ক রিপোর্ট : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) উপলক্ষে নগরে মিছিল সমাবেশ নিষিদ্ধ করেছে সিলেট মহানগর পুলিশ।

শনিবার (১৩ নভেম্বর) এসএমপি কমিশনার নিশারুল আরিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা চলাকালে নিরবিচ্ছিন্ন পরিবেশ বজায় রাখতে কেন্দ্র সমূহে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় এসএসপি।

এসএমপির অধ্যাদেশ-২০০৬ সালের ২৯, ৩০, ৩১, ৩২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরীক্ষা চলাকালে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

এই আদেশ রোববার (১৪ নভেম্বর) থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এসএমপি এলাকায় কেন্দ্রের নামসমূহ হলো- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, রাজা জি.সি উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল হাইস্কুল মিরাবাজার, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাশিদিয়া দাখিল মাদ্রাসা, তেমুখী, টুকেরবাজার, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতিহপুর, কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রেবতীরমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয় গোপশহর, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলিম মাদ্রাসা, দক্ষিণ সুরমা, জালালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা দক্ষিণ সুরমা, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয় মোগলাবাজার, কুসাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মোগলাবাজার, নবারুন উচ্চ বিদ্যালয় মোগলাবাজার, জালালপুর উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, জালালাবাদ সেনানিবাস, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ সেনানিবাস, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শাহ্জালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী ১৪৬ কেন্দ্রে পরীক্ষায় বসবেন।

এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন এবং ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি ১৩ হাজার ২৫১ জন।

সংবাদ সূত্রে : বাংলানিউজ২৪
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ