Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-11-12T13:26:11Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে আল্লামা রমিজ উদ্দিন আহমদ সিদ্দিকী রহ. ও হাফিজ এখলাছুর রহমান রহ. স্মৃতি পরিষদের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ ও গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ নভেম্বর) উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগে সকাল সাড়ে ৮ টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। এরপর মনোমুগ্ধকর গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

তুরুকভাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার সাধারণ সম্পাদক গৌছ উদ্দিনের সভাপতিত্বে ও রেশাদ আহমদ ও জালাল আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সাধারণ সম্পাদক আল্লামা হাফিজ ফখরুউদ্দিন চৌধুরী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- কাজী মাওলানা আব্দুল মুকিত। 

বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া মহানগরের অফিস সম্পাদক হাফিজ সাদ উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তুরুকভাগ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ডা.হাসনাত কবির, ডা.মুজিবুর রহমান, ডা.আব্দুল হালিম, ডা.আবরার আন্দালিব সিদ্দিকী, কামরুল আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ। 

প্রতিযোগিতায় ক,খ, গ তিনটি বিভাগে ৯ জন বিজয়ীকে পুরুস্কার প্রদান করা হয়। সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ৬০ জন প্রতিযোগিতার হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে তুরুকভাগের ৮ জন কৃতি সন্তান ডাক্তারদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ