Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-31T15:13:20Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ফ্রি স্পিকার্স ক্লাব করার সুযোগ দিচ্ছে IELTS CORNER

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:বিদেশে উচ্চ শিক্ষা ও সরকারি- বেসরকারি বহু চাকরির জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরি আপনার জন্য। তবে বিভিন্ন কারণে এ ভাষা হয়তো ভালোভাবে শেখার সুযোগ পাননি। এক্ষেত্রে ইংরেজি কোর্স করার মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে পারেন। এর সুবিধা হলো, পুরানো ভুলগুলো সংশোধন করার পাশাপাশি নতুনভাবে এ ভাষাকে ব্যবহার করা শিখবেন। ফলে চাকরির পরীক্ষায় আপনার গ্রহণযোগ্যতাও বেড়ে যাবে।

গোলাপগঞ্জে ইংরেজি শিখতে আগ্রহীদের জন্য সুখবর। যারা ইংরেজি শিখতে আগ্রহী এখন থেকে তারা প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ IELTS Corner এর ফ্রি স্পিকার্স ক্লাবে নিয়মিত অংশগ্রহণ করতে পারবেন। সপ্তাহে এই তিনদিন হবে ফ্রি স্পিকার্স ক্লাব। এতে কোন ধরনের কোর্সে ভর্তি কিংবা ফি পরিশোধ করতে হবে না। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক উজ্জ্বল মাহমুদ। 

বিস্তারিত জানতে এখনই কল করুন (০১৭০৭-১৮০১৮৭) এই নাম্বারে। অফিস : Ielts Corner Golapganj (এম সি একাডেমির পাশে)। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ