বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার থেকে ঝটিকা অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানাপুলিশ। সোমবার (৪ অক্টোবর) বিকেলে নাজিরবাজারস্থ একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি সোমবার রাতে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার নিশ্চিত করেছেন।
তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে- ৯ জন নয়, ১০-১২ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
পুলিশের দেয়া তথ্যমতে গ্রেফতারকৃতরা হচ্ছেন- মো. মাসুক মিয়া (৩৮), মো. ফয়সল মিয়া (২৮), মো. বাচ্চু মিয়া (৩০), আব্দুর রহিম (৩০), বাছিত মিয়া (৪৭), হারুন মিয়া (৫৫), মো. নুর আলী (৩৫), মো. শাহিন মিয়া (২৬) ও মো. আরিফ মিয়া (৪৫)। মঙ্গলবার (৫ অক্টোবর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ পৈত্য। সঙ্গে ছিলেন এসআই শিপলু চৌধুরী, এএসআই মো. মোখলেছুর রহমান, এএসআই মো. আপন মিয়া ও এএসআই মো. শেখ সাদী।