বিজ্ঞাপন
বিনোদন প্রতিবেদক : ফিল্ম ডিরেক্টর রাজ মাহমুদের প্রোযোজনা ও পরিচালনায় বাজারে আসছে নেশার জাদুকর।
এতে অভিনয় করবেন বর্তমান সময়ের সেরা অভিনেতা আরফান নিশো ও অভিনেত্রী তানজিন তিশা। নাটকটি পরিবেশন হবে এশিয়ান টেলিভিশনে।
এবিষয়ে ''নেশার জাদুকর'' নাটকের পরিচালক রাজ মাহমুদের সাথে কথা হলে তিনি বলেন দর্শকদের ভালোবাসায় আমার প্রোযোজনা ও পরিচালনায় যতটি নাটক করছি সবকয়টি ভাইরাল হয়। এবং। দর্শকদের মন কেড়ে নে।
তবে এভাবের নাটকটি ভিন্ন রুপের ভিন্ন গল্পের। নাটকের নাম ''নেশার যাদুকর'' এতে অভিনয় করবেন অভিনয় জগতের সেরা দুই জুটি আফরান নিশো ও তানজিন তিশা সাথে থাকবেন নাটকের বাকী চরিত্রের অভিনেতাগন।
নাটকের মূল গল্প হলো নেশা নিশো একটা মেয়েকে ভালোবাসত কিন্তু মেয়েটি টাকার লোভী ছিলো, টাকা যেখানে চরিত্রের মেয়েটি সেখানে তবে হঠাৎ করে মেয়েটি উধাপ হয়ে যায়।
সেই সময় ব্রিজের নিচে আফরান নিশোর সাথে তানজিন তিশার দেখা তখন থেকে নিশোর তিশার নেশায় ধরে আর কোনো নেশা কাজ করে না।
এই নতুন গল্পের নাটক আসছে অল্প কিছু শুটিংয়ের কাজ বাকী রয়েছে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে। এবং নাটকটি প্রথমে এসিয়ান টিভিতে সম্প্রচার করা হবে। সবাইকে নাটকটি দেখার জন্য আমন্ত্রণ করা হলো।