বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারে তিলপাড়ায় মসজিদের ছাদ থেকে পড়ে আইনুল হক (৩০) নামের গোলাপগঞ্জের এক যুবকের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আইনুল হক একজন টাইলস মিস্ত্রি। সে গোলাপগঞ্জ পৌর এলাকার ইয়াগুল গ্রামের আজির উদ্দিনের পুত্র।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত (১১ অক্টোবর) সোমবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া গম্ভুজ (বড়) মসজিদের তৃতীয় তলায় আইনুল হক টাইলসের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে তাৎক্ষণিক সিলেটের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন। টানা দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বুধবার বিকেল ৫টার দিকে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইনুল হকের ছোট ভাই শরীফ আহমদ। তিনি বলেন, আমার ভাইয়ের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রনকেলী বুড়ারজুম জানাজা মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বুড়ারজুম কবরস্থানে দাফণ করা হবে।
এদিকে আইনুল হকের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জিভয়েস/জাহিদ