Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-06T10:30:48Z
সিলেট

সঙ্গে আসেনি লাগেজ, সিলেট ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের হ্ট্টগোল

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: মালয়েশিয়া ও ওমান থেকে আসা কয়েকজন প্রবাসীর সঙ্গে তাদের লাগেজ না আসায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হ্ট্টগোল করেছেন তারা। বুধবার (৬ অক্টোবর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার সাড়ে ১২টায় মালয়েশিয়া ও ওমান থেকে সিলেটে আসা প্রবাসীদের মধ্য থেকে ৮-১০ জনের লাগেজ তাদের সঙ্গে ফ্লাইটে আসেনি। ইমিগ্রেশনের সময় বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন তারা।

পরে বিমাবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা তাদের বলেন, এরকম অনেক সময় ঘটে যায়। তাই আপনাদের পাসোপোর্টের ফটোকপিসহ মোবাইল ফোন নাম্বার দিয়ে যান, লাগেজ আসামাত্র ফোন করে নিয়ে এসে আপনাদের কাছে লাগেজগুলো হস্তান্তর করা হবে।

এ বিষয়ে এক মালয়েশিয়া থেকে আসা এক প্রবাসীর ভাই- সিলেট নগরীর বাগবাড়ির বাসিন্দা সোহান আহমদ বলেন, এটি প্রথমেই আমাদের বুঝিয়ে বললে হতো। কিন্তু প্রথমে যাদের লাগেজ সঙ্গে আসেনি তাদের কোনো সান্তনা দেয়া হয়নি। তাই ভেতরে আমার ভাইসহ প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে তাদের বুঝিয়ে বলা হয় এবং ও তাদের কন্টাক্ট নাম্বার রাখা হয়। পরে বিকাল ৩টার দিকে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন।
 
এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়া ও ওমান থেকে আসার ৮-১০ জন প্রবাসীর লাগেজ ঢাকা থেকে তাদের সঙ্গে আসেনি। বিষয়টি জেনে তারা খানিকটা হট্টগোল শুরু করেন। তাদের দাবিটি ন্যায্য। কিন্তু মাঝে-মধ্যে এমনটি ঘটে যায়। বিষয়টি তাদের বুঝিয়ে বলা হয় এবং তাদের কন্টাক্ট নাম্বার রাখার পর তারা চলে যান।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ