Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-05T14:29:34Z
বিয়ানীবাজার

বিশ বছর পর লাশ হয়ে দেশে ফিরছেন বিয়ানীবাজারের সেলিম

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ২০ বছর আগে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত সদাই মিয়ার ছেলে সেলিম উদ্দিন।  দীর্ঘ ২০ বছর পর বসবাসের পর মাত্র কয়েকদিন পূর্বে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছিলেন সেলিম। আগামী ডিসেম্বর মাসে তার দেশে গিয়ে বিয়ে করার  পরিকল্পনা ছিল। পরিবারের সদস্যরা সেলিমের দেশে ফেরা নিয়ে খুবই  উৎফুল্ল ছিলেন। কিন্ত ভাগ্যের কি নির্মম পরিহাস যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিলো সে বাড়িতে বইছে শোকের মাতম। আগামী শুক্রবার (৭ অক্টোবর)  দেশে ফিরছেন সেলিম অথচ নিথর দেহ নিয়ে।

গত ১৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রীটের বাংলাদেশী মালিকানাধীন গুলশান তান্দুরি রেস্টুরেন্টে কথাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ হারান সেলিম উদ্দিন।  গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্কটল্যান্ডের এডিনবরার রয়েল হাসপাতালে নিয়ে গেলস সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যা মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে স্কটল্যান্ড পুলিশ তার মরদেহ নিকটজনদের কাছে হস্তান্তর করবে ৬ অক্টোবর।

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে ,তারা হত্যাকারী বাংলাদেশী   বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক  সিলেট জেলার ফয়েজ এর উপর হত্যাসহ দুইটি চার্জ গঠন করেছে। হত্যাকারি ফয়েজ শেফ সেলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় নিকটবর্তী রেল স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে এবং সে এখন পুলিশ হেফাজতে রয়েছে।

জানা যায়,  রেস্টুরেন্টে স্টাফ সংকট হলে সেলিম প্রায়ই স্টাফ সংগ্রহ করে আনেন। যার ছুরিকাঘাতে প্রাণ হারালেন তাকে ঐ রেস্টুরেন্টে কিছুদিন আগে  কুক হিসেবে  কাজে  এনেছিলেন তিনি।

দুই ভাই ও দুই বোনের মধ্যে সেলিম ছিলো ভাইদের মধ্যে বড়।তার বড় বোনও গত ৪ অক্টোবর অসুস্থজনিত কারণে বাংলাদেশে ইন্তেকাল করেছেন। তার ছোট ভাই ইকবাল স্বপরিবারে ফ্রান্সে বসবাস করেন।আরেক বোন স্বামীর সাথে বাংলাদেশে বসবাস করেন।

স্বজনরা জানান, ৬ অক্টোবর বুধবার বাদ যোহর( জামাত: দুপুর ১.৩০) ইষ্ট লন্ডন মসজিদে সেলিম এর প্রথম জানাজার নামাজ অনুষ্টিত হবে। ৭ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ  বিমানের ফ্লাইট বিজি ২০২ যোগে সেলিম এর নিথর দেহ লন্ডন থেকে সিলেট এর উদ্দেশ্যে রওয়ানা হবে এবং পরদিন ৮ অক্টোবর শুক্রবার সকালে সিলেট পৌছবে। স্বজনদের সিদ্ধান্ত মোতাবেক তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, সেলিমের মরদেহের অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা। অল্প দিনের ব্যবধানে পরিবারের দুজন সদস্যকে হারিয়ে শোকে কাতর পরিবারটি।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ