Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-11T19:45:51Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মটরসাইকেল চুরি: সিসিটিভি ফুটেজে ধরা পড়লো নিয়ে যাওয়ার দৃশ্য

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে সেলিম আহমদ নামের এক ব্যক্তির মটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরে এ চুরির ঘটনাটি ঘটে। এসময় সিসি টিভি ফুটেজে চুরি করে মটরসাইকেল নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। তবে মুখ না দেখায় চুরকে চেনা সম্ভব হয়নি। এ ঘটনায় সেলিম আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় একট সাধারণ ডায়েরী (জিডি নং-৫৬৪) করেছেন। 

জানা যায়, এয়ারপোর্টে থানার কোরবান টিলার গ্রিন সিলেট হাউজিং এর আমির আলীর ছেলে সেলিম আহমদ গোলাপগঞ্জের জিসান হাউজিং এর বিল্ডিং এর ডেকোরেশন এর কাজ করাচ্ছিলেন। এই সুবাদে তিনি তার ব্যবহৃত কালো রংয়ের ১২৫ সিসির ডিসকোভার মটরসাইকেলটি দুপুর ১টার দিকে বিল্ডি এর নিচে রাখেন। এর পর আড়াইটার দিকে এসে দেখেন তার মটরসাইকেলটি নেই। এরপর পাশের বিল্ডিং এ থাকা সিসি টিভি ফুটেজে মটরসাইকেল চুরি করে নিয়ে যাইয়ার দৃশ্য ধরা পড়লেও চুরকে সনাক্ত করা সম্ভব হয়নি।

চুরির বিষয়টি নিশ্চিত করে সেলিম আহমদ বলেন, এ ঘটনায় আমি থানায় একটি জিডি এন্টি করেছি। থানার পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

জিভয়েস/জাহিদ


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ