বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে বিয়ানীবাজারের সেবুল মিয়া (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার জানাইয়া মাঝপাড়া গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ৩ টি ডাকাতি ও ৫ টি চুরির মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। এদিকে, বিয়ানীবাজার থানায় আরও একটি মামলা (মামলা নং-৬) রয়েছে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। সিএনজি চালিত অটোরিকশাসহ তাকে গ্রেফতার করা হয়।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।