বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ থেকে আব্দুল আজাদ সায়নুল (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সকল স্থানে খুঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের ঘটনায় আব্দুল আজাদের ভাই আলীম উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ (ডায়েরি নং- ১১১৬) দায়ের করেছেন।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামের ছালিকোনা বাজার এলাকার আব্দুর রুপ মিয়ার ছেলে। সে আমকোনা কওমী মাদ্রাসার ছাত্র।
জিডি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সোমবার আনুমানিক ৫ টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আছিরগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। এদিন রাত ৮টা পর্যন্ত সে বাড়িতে না আসায় তার খুঁজ শুরু হয়। এরপর আছিরগঞ্জ বাজার সহ আশপাশের সকল জায়গা খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আব্দুল আজাদ সায়নুলকে খুঁজ পেতে তার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকে গোলাপগঞ্জ মডেল থানায় বা তার ভাই আব্দুল আলীমের (০১৭৬২-৬৯৬২১২) এই নাম্বারের যোগাযোগ করা জন্য অনুরোধ করা যাচ্ছে।