বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ছানু মিয়াকে (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছানু মিয়া ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের মো: নূর উদ্দিনের পুত্র।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে থানায় একটি মামলা (মামলা নং- ১৯, তারিখ ২১/১০/২১) দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধু ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই ফয়জুল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ছানু মিয়াকে গ্রেপ্তার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, অভিযুক্ত আসামী ছানু মিয়াকে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরন করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।