Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-01T20:31:44Z
গোলাপগঞ্জ

ছুটির দিনে হাজারো পর্যটকে মুখরিত গোলাপগঞ্জের কাশবন

বিজ্ঞাপন
ছবি : জি ভয়েস টোয়েন্টিফোর।

ফাহিম আহমদ : মানুষ আনন্দের খুঁজে শতশত মাইল পথ অতিক্রম করে। আর সেই সুন্দর্য যদি বাড়ির পাশে হয় তাহলে তো কথা নেই। ছুটির দিনে গোলাপগঞ্জের কাশবন হাজারো ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় সড়কে দীর্ঘ জ্যাম তৈরি হয়। পরিবার-পরিজন নিয়ে একটু আনন্দের জন্য উপজেলা পেরিয়ে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসেন মানুষ। ব্যাক্তিগত, ভাড়ায় গাড়ি নিয়ে আসেন মানুষ। ক্যামেরায় সুন্দর সুন্দর দৃশ্য ফ্রেম বন্দি করেন। নিজেরা বন্দি হোন কাশফুলের সাথে। যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান কাশফুল। 

গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই কাশবন। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন কাশবনে। মানুষের মুখে মুখে এখন কাশবনের নাম। 

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে আছে। হাজারো মানুষের পদরচারণায় মুখরিত চৌঘরী এলাকা। বাড়তি একটা সুন্দর্য দেখা দিয়ে কাশবনের চারিদিকে। 


কাশবনে ঘুরতে আসা একাধিক মানুষের সাথে কথা হলে তারা জানান, 'গোলাপগঞ্জ উপজেলায় এই প্রথম কাশবনের দেখা মিলছে। এমন একটি জায়গায় ঘুরতে এসে বাড়তি আনন্দ লাগছে। করোনায় ঘর বন্দি থাকতে থাকতে ক্লান্তি চলে এসেছিল। এখানে একটু সময় ঘুরতে পেরে ক্লান্তি-হতাশা কিছুটা দূর হয়েছে।'

পাশ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা থেকে ঘুরতে আসা রাহিদ আহমদ নামে একজন বলেন, 'গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশবনের দৃশ্য দেখতেছি। পরিকল্পনা করে রেখেছিলাম শুক্রবারে সেখানে যাব। এখানে এসে দেখি সত্যি অপরুপ। এক কথায় অসাধারণ।' 

মুন্না আহমদ নামে স্থানীয় এক যুবক বলেন, 'এত মানুষ এখানে আসবেন স্বপ্নেও ভাবিনি। আমাদের এলাকার নাম আজ মানুষের মুখে মুখে। কাশবনের সুন্দর্যে মানুষ মুগ্ধ।'

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ