বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : মঙ্গলবার দিবাগত রাত ৯টার ওসমানী নগর থেকে সিলেটে আসার পথে তাজপুর এলাকায় মোটরবাইক দূর্ঘটনায় মারাত্বক আহত হন রিমা বেগম পপি (৩২) । তাৎক্ষণিক তাকে সিলেটে নিয়ে আসলে ডাক্তারের অভাবে গুরুতর আহত মরণাপন্ন রিমাকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে পরিবার।
কিন্তু সিলেটের কোন হাসপাতালে ডাক্তার পাওয়া যায়নি। সিলেট ওসমানী হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ডাক্তার না পাওয়ায় ভর্তি করা সম্ভব হয়নি।টানা ৫ ঘণ্টা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটাছুটির পর শেষ পর্যন্ত সিলেট রাত ২টার দিকে নুরজাহান হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি রিমাকে। সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার তাকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিমা বেগম পপি সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। এছাড়াও তিনি একজন নিরলস ও নির্ভীক সংগঠক ছিলেন। শিক্ষকতাও করেছেন কিছুদিন। ছিলেন ভালোমানের একজন কবি ও গল্পলেখক।
রিমা বেগম গোয়ালাবাজার উনিশমাইলের স্থায়ী বাসিন্দা হলেও তারা নগরীর রাজারগলিতে বসবাস করেন।
রিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
রিমার পিতা তওরিছ আলী।