বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: জৈন্তাপুর উপজেলার হরিপুরে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সহ গোলাপগঞ্জের ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এসময় ঘটনাস্থলেই সিএনজি চালক গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩৫) ও গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী, ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯) নিহত হন।
দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। লাশ দুটি হাইওয়ে পুলিশের নিকট হস্থান্তর লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।