Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-24T07:40:30Z
সিলেট

সিলেটে থেকে তুর্কি এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক: সিলেটের সাথে তুর্কি এয়ারলাইন্সের সরাসরি বিমান চলাচলের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এর সাথে তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সমঝোতা চুক্তি স্বাক্ষরের আশ্বাস দেন তিনি।

শনিবার (২৩ অক্টোবর)সকালে শাবিপ্রবির প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন মোস্তফা ওসমান তুরান।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘সিলেটের মানুষের সংস্কৃতির সাথে তুরস্কের সংস্কৃতি অনেকটা মিল রয়েছে। আমরা বাংলাদেশের ট্যুরিজম বৃদ্ধিতে কাজ করতে চাই। তাছাড়া দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন প্রফেশনার কর্মশালার জন্য একসঙ্গে কাজ করতে চাই।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘এবছর প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষার আয়োজন করছি। বিভিন্ন উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রাখায় দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে শাবিপ্রবি। আমাদের বিশ্ববিদ্যালয় এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রোল মডেল। বর্তমানে শাবিপ্রবি দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত।’
 
সৌজন্যে স্বাক্ষাৎকারে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, তুরস্কের কনসোল জেনারেল সালাউদ্দিন কাসেম খান, তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) সহকারী পরিচালক আহম্মেদ ফারুক মোস্তাক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ