বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : টানা গরম আর তপ্ত রোদে পুড়ছে সিলেট। তাই সিলেটের জনজীবন অনেকটা নাভিশ্বাস। কিন্তু এবার বৃষ্টিতে ভিজতে পারে সিলেট।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে সিলেট বিভাগের কিছু জায়গাসহ দেশের বিভিন্ন জায়গায় ধমকা হাওয়া ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে শুক্রবার (১৫ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টা দেশের বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, শুক্রবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।