বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের বিচ্ছিন্ন হাওর এলাকায় হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক। হাওরের ভেতর দিয়ে সুনামগঞ্জ থেকে নেত্রকোণা পর্যন্ত যাবে এই উড়াল সড়ক।
গত শনিবার (৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে একথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা সুনামগঞ্জের সাথে ময়মনসিংহের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
মন্ত্রী জানান, হাওরের মধ্যদিয়ে রাস্তা নির্মাণ করে তা টিকিয়ে রাখা খুব কঠিন। যখন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়, তখন প্রকৌশলীরা হাওরের মধ্যদিয়ে সড়ক নির্মাণে আপত্তি তোলেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মধ্যে ১৪ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের নির্দেশনা দিয়েছেন।
খুব শিগগিরই এই উড়ল সড়কের নির্মাণের কাজ শুরু করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
শুধু তাই নয়, ময়মনসিংহের সাথে সিলেটের সরাসরি রেলযোগাযোগ স্থাপনে কাজ চলছে। এজন্য জরিপ কার্যক্রম চলছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। এছাড়া সুনামগঞ্জের রানীগঞ্জে একটি সেতু নির্মাণের কাজ চলছে। এটি সমাপ্ত হলে সুনামগঞ্জের সাথে রাজধানী ঢাকার দুরত্ব ৭০ কিলোমিটার কমবে।
অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বস্ত্র ও পাট সচিব আব্দুল মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।