Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-30T11:39:45Z
সারাদেশ

পুলিশের পোশাকে আসছে পরিবর্তন !

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : এই শতকের ২০০৪ ও ২০০৯ সালের পর আরও একবার পুলিশের ইউনিফর্ম বদল হচ্ছে। এনিয়ে পুলিশ সদর দপ্তর ইতোমধ্যেই বেশ কিছু কাজ সম্পন্ন করেছে। ট্রায়ালও সম্পন্ন হয়েছে, এখন চূড়ান্ত অনুমোদনের পর বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।

জানা যায়, চলতি বছরের শুরুর দিকে ছয়-সাতটি পোশাকের নমুনা নিয়ে ট্রায়াল শুরু হয়। ট্রায়ালে নতুন পোশাক আরামদায়ক কিনা, ডিউটির সময় এটি পরে থাকলে পুলিশ সদস্যদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করে কিনা ও নতুন পোশাক দেশের পরিবেশের সঙ্গে মানানসই কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

এই ট্রায়াল গত সেপ্টেম্বরে শেষ হয়েছে।

নতুন পোশাকের জন্যে চারটি মিশ্র রঙ প্রাথমিকভাবে বাছাই করেছে পুলিশ সদর দপ্তর। ঠিক করা পোশাকগুলোর নমুনা সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত দিলেই মিশ্র রঙয়ের নতুন পোশাকে দেখা যাবে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের।

সবকিছু সম্পন্ন হলে আগামী বছরের শুরুতেই পুলিশ সদস্যরা নতুন পোশাক পেতে পারে।

জানা যায়, নতুন ইউনিফর্মে সবচেয়ে বেশি যে বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে তা হলো কাপড়ের মান। সেক্ষেত্রে উন্নত বিশ্বের ১০-১৫টি দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করেছে বাংলাদেশ। এসব দেশের পুলিশের কাপড়ের মান বিবেচনায় রেখেই নতুন ইউনিফর্মের মান নির্ধারণ করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী নতুন ইউনিফর্মেও থাকছে হাফ ও ফুলহাতা শার্টের ব্যবস্থা। এক্ষেত্রে গরমকালে হবে হাফহাতা শার্ট, শীতকালে ফুলহাতা শার্ট। নতুন ইউনিফর্ম একরঙার বদলে হচ্ছে মিশ্র রঙের।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ