বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে নিউ স্পাইসি স্ন্যাকবার।
উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র চৌমূহনীতে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় এ প্রতিষ্ঠানটির।
রুচিশীল ও মানসম্পন্ন খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটিতে রুচিশীল, সমসা, আলু চপ, বেগুণী, পোলাও, বিরিয়ানী, সুস্বাধু পিয়াজু, মগলাই, চাইনিজ নাস্তাসহ রয়েছে রকমারী আইটেম। এছাড়া রং চা, দুধ চা ও সবুজ চায়ের রয়েছে বিশাল আয়োজন।
অতিশীঘ্রই বিশালাকারে রেষ্টুরেন্ট করারও পরিকল্পনা রয়েছে।
স্ন্যাকবারের স্বত্বাধিকারী খন্দকার ইকবাল আহমদ ও খন্দকার আলীম উদ্দিন জানান, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা এবং রুচিশীল খাবার পরিবেশন করা।