বিজ্ঞাপন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : নব গঠিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক-কে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার দেওয়ানের নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টার সময় কোম্পানীগঞ্জের টুকের বাজার থেকে থানা বাজার হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে মোটর শোভাযাত্রাটি শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমীর দেওয়ান, ১নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আদনান সামি, সোহান ছইদুর, রোবেল রানা, আফজাল হোসেন, এখলাছ, ইমন দেওয়ান , মামুন আহমদ, মোহাম্মদ, রিপন, জহিরুল সহ অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী।