Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-06T13:30:24Z
সারাদেশ

ফজরের নামাজ না পড়ায় স্ত্রীকে হত্যা করেই থানায় গেলেন স্বামী

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে রোকসানা বেগম নামে ৫৫ বছর বয়সী এক গৃহবধূকে হত্যা করেছেন স্বামী। তবে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বুধবার সকালে উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি একই গ্রামের আশির উদ্দিনের ছেলে।

রানীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল জানান, বুধবার সকালের দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন হাবিবুর রহমান। কারণ জানতে চাইলে নিজেই অকপটে সব স্বীকার করেন। স্ত্রীকে হত্যার কারণও জানালেন তিনি।

হাবিবুর রহমান জানান, ফজরের নামাজ পড়া নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই কথা কাটাকাটি হতো। বুধবারও স্ত্রীকে ফজরের নামাজ পড়তে বলেন। কিন্তু স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাশে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে তার স্ত্রী মারা যান। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ