বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারে পান খেয়ে পিক ফেলতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশারর চালকসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার পৌর শহরের মিনি বাস স্ট্যান্ড এলাকায় লাশাইতলায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জুড়ী উপজেলার মুজিবুর রহমান, অপর যাত্রী নির্মাণ শ্রমিক জসিম মিয়া।
অটোরিকশার আহত এক যাত্রী জানান, গাড়ির চালক চলন্ত অবস্থায় পিক ফেলতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগিয়ে দেন।
অটোরিকশাটি বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের উদ্দেশ্য ছেড়ে আসে।