বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যােগে সড়ক দুর্ঘটনায় নিহত অসহায় দুটি পরিবারে মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার ( ৯ অক্টোবর) বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত অসহায় পরিবারের বাড়িতে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়।
খাদ্য সহায়তার প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, আলু-বিস্কুটসহ অন্যান্য খাদ্য সামগ্রী।
২২ অক্টোবর জাতীয় সড়ক দিবসকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালন করছে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, জাতীয় যুব সংহতি গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি জমির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালের (১১ আগষ্ট) উপজেলার হেতিমগঞ্জ মোল্লারগাঁও নামক স্থানে অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক সুরুজ আলী ও তার আপন বড় ভাই তরমুজ আলী এবং গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ ৩ জন নিহত হন।