বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে বজ্রপাতে গ্যাস রাইজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনা।
জানা যায়, উপজেলার দত্তরাইল গ্রামের এবাদ আহমদের বাড়ির সামনে বজ্রপাত হয়। এসময় বিকট শব্দে গ্যাস রাইজারে আগুন লেগে যায়। তাৎক্ষনিক গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এবাদ আহমদের বাড়ির বৈদ্যুতিক মিটার ও বোর্ড জ্বলে যায়। সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক লিয়াকত আলী জানান, এঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় নি।