Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-29T10:17:38Z
সুনামগঞ্জ

ছাতক পৌরসভার নারী কাউন্সিলর কাকলী বরখাস্ত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতক পৌরসভার নারী কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলীকে সাময়িক বরখাস্ত ক‌রা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়ে‌ছে। পৌর সচিব খাঁন মোহাম্মদ ফারাভী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, পৌর শহরে ইজিবাইক স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের ঘটনায় গত ২২ আগস্ট কাউন্সিলর কাকলী মেয়রের কক্ষে প্রবেশ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালাগালসহ মোবাইল ফোনে তার স্বামী ও স্বজনদের ডেকে এনে পৌর ভবন কার্যালয়ে ভাঙচুর ক‌রেন। এ ঘটনায় ২৭ আগস্ট পৌরসভা কর্মচারী দীপ্ত বনিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

ওই মামলায় সম্প্রতি কাউন্সিলর কাকলীকে অভিযুক্ত করে সুনামগঞ্জ আদালতে পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। কাকলী ফৌজদারি মামলার আসামি হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ