বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে কামরুজ্জামান (৪১) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকাদক্ষিণ ইউনিয়নের তার নিজ গ্রাম উত্তর কানিশাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। কামরুজ্জামান একটি মামলার (দায়রা নং-৫৯৬/১৭) সাজাপ্রাপ্ত আসামী ছিলো। সে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে আসামী কামরুজ্জামান নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এ এস আই প্রনয় লালের নেতৃত্বে একদল পুলিশ কানিশাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।