বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে আসার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেফতার ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কক্সবাজার এসপি অফিস থেকে তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয় পুলিশ। এর আগে ভোর ৫টার দিকে কক্সবাজার পৌঁছায় কুমিল্লা পুলিশের একটি টিম।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন পেয়ে অবমাননার অভিযোগ তুলে মন্দিরে হামলা করে ভাঙচুর চালায় একদল লোক।