Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-10-23T05:27:33Z
সিলেট

সিলেটে আওয়ামী লীগ নেতা শমশের বক্স আর নেই

বিজ্ঞাপন

জি ভয়েস ডেস্ক : সিলেট মহানগর আওয়ামী লীগের ১৪নং ওয়ার্ডের সভাপতি শমশের বক্স মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর জল্লারপারস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শমশের বক্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মুক্তিযোদ্ধা গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুল। এই সমিতির সাবেক সভাপতি ছিলেন শমশের বক্স।

তিনি জানান, আজ শনিবার যোহরের নামাজের পর জল্লারপার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মহানগর আওয়ামী লীগ নেতা শমশের বক্স বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থ থাকাকালীন সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার খোঁজখবর রাখেননি বলে অভিযোগ আছে সাধারণ নেতাকর্মীদের।

শমশের বক্স বিভিন্ন জাতীয় দিবস, ১৫ই আগস্ট, জেলহত্যা দিবস, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে নিজ খরচে বিলবোর্ড টানাতেন। এসব বিলবোর্ডে থাকতো আবেগঘন স্লোগান, লেখা।

২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় একটি বিলবোর্ড টানান শমশের বক্স। সেটিতে লিখা ছিল, ‘জয় তোমার শমশের আংকেল বলছি, জাতি তোমার নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুনছে।’

শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি এমন আহবান জানিয়ে আলোচিত হন শমশের বক্স।

ঐতিহাসিক ৭ই মার্চ ও কলঙ্কের ১৫ই আগস্টে নিজ খরচে নগরীর জিন্দাবাজার এলাকায় মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণ প্রচার করতেন শমশের বক্স।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ