বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সিলেট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান রাহেল সিরাজ।
কমিটি ঘোষণার পরপরই গোলাপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী শুভেচ্ছায় ভাসাচ্ছেন রাহেল সিরাজকে।
এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটি অনুমোদন দেন। আজ দুপুর ১টায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অফিসিয়াল ফেসবুক পেইজে এ কমিটি ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হন- নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক নির্বাচিত হন রাহেল সিরাজ।