বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার পৌরসভার উপনির্বাচনে সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ছাবিনা ইয়াছমিন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ।
বিকালে ফলাফল ঘোষনা করেন রিটার্নি অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
সংরক্ষিত ৩টি ওয়ার্ড মিলিয়ে আনারস প্রতীক নিয়ে ছাবিনা ইয়াছমিন ভোট পেয়েছেন ১১৩৩টি এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমুন নাহার নিপা অটোরিক্সা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৫৫টি। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের তফাৎ ৩৭৮।
পৌরসভার ৭নং ওয়ার্ডের খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস ২৪৯, অটোরিক্সা ১৯০, ৮ নং ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫১৭, অটোরিক্সা ৩৫০ এবং ৯নং ওয়ার্ডের নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারত ৩৬৭ এবং অটোরিক্সা ২১৫ ভোট।
এদিকে উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৩৩১ জন। সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রোশনা বেগম মারা গেলে এ ওয়ার্ডের কাউন্সিরর পদ শূন্য হয়।