বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে তাফিয়া-জাসির নূরানী পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম অধ্যাপক মাওলানা মুরতাহিন বিল্লাহ জাসির (র.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা হিলাল উদ্দিন আহমদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাওলানা আব্দুস ছামাদ, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাও. ওয়ারিছ উদ্দিন, গোলাপগঞ্জ কদমতলি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম, বিদ্যালয়ের সহ-সভাপতি এনাম আহমদ, পৌর কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, জলিল চৌধুরী ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ এর অধ্যক্ষ আব্দুর রশিদ, সমাজসেবী সিরাজুল ইসলাম, কাউছার কামাল চৌধুরী, একরাম আলী, ছাদেক আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, সিনিয়র শিক্ষক লবিব খলিল জাসির, আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য সুজার আহমদ রুমেল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাও. ইলিয়াছ আহমদ, হাবিব খলিল, আমিনুল ইসলাম জনি, টিপন আহমদ টিপু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাওলানা মুরতাহিন বিল্লাহ (র.) ছিলেন গোলাপগঞ্জের আলোকিত মানুষের একজন। তিনি মৃত্যুবরণ করলেও কাজ ও কর্মে সমাজে আজও বেঁচে আছেন। তাঁর প্রতিষ্ঠিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজের মধ্যে আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি আজীবন মানুষের কল্যাণে ও দ্বীনের খেদমত রে গেছেন।