বিজ্ঞাপন
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং এর দায়ে মিয়াদ মিয়া (২৫) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) উপজেলার রতপুর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং এর দায়ে কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
উপজেলার প্রশাসন সূত্রে জানাযায়, সোমবার সকাল পৌনে ১২টায় উপজেলার রতপুর সরকারি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করেন দেবপাড়া ইউনিয়নের ঝিলকা গ্রামের মো. মিয়াদ মিয়া (২৫)। ইভটাজিংয়ের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি দল।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, এক যুবককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ইভটিজিং রোধে প্রশাসন বদ্ধ পরিকর।