বিজ্ঞাপন
জি ভয়েস ডেস্ক : পাবনার চাটমোহরে শিক্ষক ছেলের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন তার বাবা। বাবাকে লাথি মারার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযুক্ত ছেলের নাম মো. মজনুর রহমান।
এ ঘটনায় বাবার দায়ের করা মামলায় ছেলেটি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন ওই বাবা। এর আগে গতকাল সকালে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মজনুর তার বাবার অফিসে যায়। সেখানে অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
এক পর্যায়ে অফিসের কাগজপত্র ফেলে দিয়ে সেখানকার মোবাইল ফোনটি বাবার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। পরে মোবাইল ফোনটি নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা বাধা দেন। তখন তিনি তার বাবাকে লাথি মারেন। এ সময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি হয় ছেলের। পরে আশপাশের লোকজন এসে মজনুরকে পিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।
ঘটনার পর ওই বাবাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তিনি চাটমোহর থানায় ছেলের নামে মামলা করেন।
চাটমোহর থানার ওসি তদন্ত হাসান বাছির জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামি থানায় আছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।