বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নবনিযুক্ত সিলেট বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান।
রোববার (৩১ অক্টোবর) সকালে উপজেলার লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও কাব লিডার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম প্রমুখ।
এদিন পর্যাক্রমে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়, উপজেলা ইনোভেশন কমিটির সভায় যোগদান ও গোলাপগঞ্জ উপজেলা পরিদর্শন, পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।