বিজ্ঞাপন
ফাহিম আহমদ : দেশজুড়ে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এর প্রভাব পড়ছে গোলাপগঞ্জেও। গত ১ সপ্তাহ থেকে উপজেলায় কেজিতে ২৫ থেকে ৩০ টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। যে কারণে সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছেন তাদের কিছুই করার নেই।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাপগঞ্জ বাজারসহ আশ পাশের এলাকার কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
বাজার ঘুুরে কথা হয় বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের সাথে। তারা জানান, ' গত ১ সপ্তাহ থেকে পেঁয়াজের দাম বেড়েছে। ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করেছি। এখন ৬০-৭০ টাকা করে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় আমাদেরও দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের সাথে প্রায় সময় ঝগড়া করতে হয়।'
এমরান আহমদ নামে এক ব্যবসায়ী বলেন, 'পেঁয়াজের দাম বেড়েছে আমাদের কিছুই করার নেই। আগে কম ছিলো আমরা কম দামে বিক্রি করেছি। আমাদেরও দাম দিয়ে পেঁয়াজ কিনতে হয়। দাম কমার কোন সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা বলতে পারছি না।'
লায়েক আহমদ নামে এক ক্রেতা বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। ৪ দিন আগে ৪০ টাকা করে পেঁয়াজ কিনছি। পেঁয়াজের দাম বাড়ার সাথে সিন্ডিকেট জড়িত। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পেঁয়াজের দাম বাড়িয়েছেন।
এব্যাপারে অনেক ক্রেতা জানান, 'পেঁয়াজের দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষের মাঝে হতাশা শুরু হয়েছে। প্রশাসনের উচিত বাজার মনিটরিং করা।'